"মৃত্যুর পর সেই সব লোকদের জিহবা
আগুনের কাঁচি দিয়ে কাঁটা হবে,
যারা অন্য কে উপদেশ দেয়,
কিন্তু , সেই উপদেশ নিজেই মানে না ।
_____প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যার মধ্যে তিনটি বৈশিষ্ট আছে, সে ঈমানের স্বাদ পেয়েছে।
.
১. আল্লাহ ও তাঁর রাসূল অন্য সব কিছুর চেয়ে তার নিকট অধিক প্রিয়।
.
২. সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই কোনো ব্যাক্তিকে ভালোবাসে।
.
৩. আল্লাহ তাকে কুফরী থেকে মুক্তি দানের পর পুনর্বার কুফরীর মধ্যে ফিরে যেতে সে এতটা অপছন্দ করে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে।।
_ (সহীহ মুসলিম : হাদীস নং ৭৩, অনুচ্ছেদ : ১৬)
"হে আল্লাহ্ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করো।”
.
__[সূরা ইউসুফ; আয়াতঃ১০১]
আগুনের কাঁচি দিয়ে কাঁটা হবে,
যারা অন্য কে উপদেশ দেয়,
কিন্তু , সেই উপদেশ নিজেই মানে না ।
_____প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যার মধ্যে তিনটি বৈশিষ্ট আছে, সে ঈমানের স্বাদ পেয়েছে।
.
১. আল্লাহ ও তাঁর রাসূল অন্য সব কিছুর চেয়ে তার নিকট অধিক প্রিয়।
.
২. সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই কোনো ব্যাক্তিকে ভালোবাসে।
.
৩. আল্লাহ তাকে কুফরী থেকে মুক্তি দানের পর পুনর্বার কুফরীর মধ্যে ফিরে যেতে সে এতটা অপছন্দ করে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে।।
_ (সহীহ মুসলিম : হাদীস নং ৭৩, অনুচ্ছেদ : ১৬)
"হে আল্লাহ্ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করো।”
.
__[সূরা ইউসুফ; আয়াতঃ১০১]
জুম্মার ফযীলত সম্পর্কিত হাদিস!!
আবূ হুরাইরাহ (রাঃ) থেকেই বর্ণিত,
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, “যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করল, অতঃপর জুম্মা পড়তে এল এবং মনোযোগ সহকারে খুতবাহ শুনল, সে ব্যক্তির এই জুম্মা ও (আগামী) জুম্মার মধ্যেকার এবং অতিরিক্ত আরো তিন দিনের (ছোট) পাপসমূহ মাফ করে দেয়া হল। আর যে ব্যক্তি খুতবাহ চলাকালীন সময়ে কথা বলল (অর্থাৎ, সে জুম্মার সওয়াব বরবাদ করে দিল)।
{মুসলিম ৫৮৭, আবূ দাউদ ১০৫০,ইবনু মাজাহ ১০১০}
জুম্মার নামাজ পড়া নিয়ে একটি সুন্দর হাদীস পড়ুন,
. রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"জুম'আর সালাতে ৩ ধরনের লোক হাজির হয় ।
১. এক ধরনের লোক আছে,
যারা আল্লাহর
মসজিদে প্রবেশের পর
তামাশা করে,
তারা বিনিময়ে আল্লাহর পক্ষ
থেকে তামাশা ছাড়া কিছুই
পাবে না ।
২. দ্বিতীয় আরেক ধরনের লোক
আছে,
যারা জুমু'আয় হাজির হয়,
সেখানে কিছু
দোয়া মোনাজাত করে,
ফলে আল্লাহ
যাকে চান
তাকে কিছু দেন আর
যাকে ইচ্ছা দেন
না ।
৩. তৃতীয় প্রকার লোক
যারা জুম'আয়
হাজির হয়;
চুপচাপ থাকে,
মনোযোগ দিয়ে খুতবা শোনে,
কারো ঘাড়
ডিঙিয়ে সামনে আগায় না,
কাউকে কষ্ট দেয় না,
তাদের ২ জুম'আর মধ্যবর্তী ৭
দিন সহ আর ও ৩ দিন যোগ
করে মোট ১০ দিনের
গুনাহ আল্লাহ মাফ করে দেন"
[আবু দাউদ]
. রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"জুম'আর সালাতে ৩ ধরনের লোক হাজির হয় ।
১. এক ধরনের লোক আছে,
যারা আল্লাহর
মসজিদে প্রবেশের পর
তামাশা করে,
তারা বিনিময়ে আল্লাহর পক্ষ
থেকে তামাশা ছাড়া কিছুই
পাবে না ।
২. দ্বিতীয় আরেক ধরনের লোক
আছে,
যারা জুমু'আয় হাজির হয়,
সেখানে কিছু
দোয়া মোনাজাত করে,
ফলে আল্লাহ
যাকে চান
তাকে কিছু দেন আর
যাকে ইচ্ছা দেন
না ।
৩. তৃতীয় প্রকার লোক
যারা জুম'আয়
হাজির হয়;
চুপচাপ থাকে,
মনোযোগ দিয়ে খুতবা শোনে,
কারো ঘাড়
ডিঙিয়ে সামনে আগায় না,
কাউকে কষ্ট দেয় না,
তাদের ২ জুম'আর মধ্যবর্তী ৭
দিন সহ আর ও ৩ দিন যোগ
করে মোট ১০ দিনের
গুনাহ আল্লাহ মাফ করে দেন"
[আবু দাউদ]
সূরা আম্বিয়া:24 - তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বলুন, তোমরা তোমাদের প্রমাণ আন। এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পুর্ববর্তীদের কথা। বরং তাদের অধিকাংশই সত্য জানে না; অতএব তারা টালবাহানা করে।
আল্লাহর সাথে শয়তানের কথোপকথনহযরত আনাস ইবনে মালেকের শিষ্য আবু মুহাম্মদ বলেছেন:একদা ইবলিস আল্লাহ কে জিজ্ঞেস করল: হে আমার রব, আদম সন্তানের জন্য বসবাসের ঘর আছে, আমার ঘর কনটি? উত্তরে আল্লাহ বললেন: তোমার ঘর গোসলখানা।শয়তানঃ তাদের জন্য বৈঠক খানা আছে তবে আমার বৈঠক খানা কোথায় ?আল্লাহঃ তোমার বৈঠক খানা বাজার ।শয়তানঃ তাদের তিলওয়াতের জন্য কোরআন আছে আমার জন্য কি ?আল্লাহঃ কবিতা (গান) তোমার তিলওয়া্তের বস্তু ।শয়তানঃ তাদেরকে বিভিন্ন ধরণের কথাবার্তার সুযোগ দিয়েছেন আমার কথাবার্তা কি ?আল্লাহঃ তোমার কথাবার্তা হল মিথ্যা কথা ।শয়তানঃ তাদের জন্য আজান আছে আমার আজান কি ?আল্লাহঃ তোমার আজান হল বাঁশী ।শয়তানঃ তাদের জন্য রাসূল আছে আমার রাসূল কে ?আল্লাহঃ তোমার রাসূল যাদুকর ।শয়তানঃ তাদের জন্য কিতাব আছে আমার কিতাব আছে, আমার কিতাব কি ?আল্লাহঃ তোমার কিতাব হচ্ছে রেখা ।শয়তানঃ তাদের জাল আছে আমার জাল কি ?আল্লাহঃ তোমার জাল মহিলা ।শয়তানঃ তাদের জন্য খাবার আছে, আমার খাবার কি ?আল্লাহঃ যে খাবারে আমার নাম নেয়া হয়নি সেটা তোমার খাবার ।শয়তানঃ তাদের পানীয়ের ব্যবস্থা আছে আমার পানীয় কি ?আল্লাহঃ প্রত্যেক নেশা জাতীয় তরল পদার্থ ।পোষ্ট ভাল হলে share করে সবাইকে জানিয়ে দিন >
ইসলামের কিছু অজানা তথ্য...১। যে কাজ করলে স্মরন শক্তি বৃদ্ধি পায় সেটা নিশ্চয়ই অধিক রোজা।২। মানুষ যে কাজে শয়তান হয় , নামাজ ত্যাগ করলে এবং মিথ্যা কছম খেলে৩। যে কাজে শিশুর ন্যায় নিশ্পাপ হয়, রমজানের রোজা রেখে ইদের নামাজ পড়লে ।৪। ৮ই জিলহজ্ব এর রোজা১২হাজার বছরের রোজার সমান ।৫। জিলহজ্বের ১লা তারিখে ১টি রোজা মানে ২০০ বছর জেহাদের সমান।৬। সর্বপথম দোযোখে যাবেন কাবীল। তার ভাই হাবিলকে হত্যা করার কারনে।৭। সর্বপ্রথম বেহেস্তে যাবেন , হযরত মুহাম্মদ (সাঃ)৮। বেহেস্তের সর্বপ্রথম খাদ্যমাছের কলিজা ।৯। মেছওয়াক করলে মৃত্যুকালে কালেমা নসীব হয় ।১০। রাসুল সাঃ এর জানাজা পড়ানত্রিশ হাজার মুসলমান১১। মানুষের শরীরে পশম থাকে একলক্ষ চব্বিশ হাজার ।জোড়া ৭০টি রগ ৩৬০ টি।১২। বেহেস্তের চাবি নামাজ , নামাজের চাবি অযু এবং অযুর চাবি বিসমিল্লাহ বলা ।১৩। ইমানের সাতাত্তরটি শাখা, লা ইলাহা ইল্লাল্লাহু বলা সর্বোত্তম এবংনিম্ন শাখা রাস্তাগাট হতে কষ্টদায়ক বস্তু সরানো১৪। অত্যাধিক হাসিতে মেতে থাকলে এবং নারিদের নিকট অবস্থান করলে মানুষের দিল মরেযাই
আসসালামু আলাইকুম ভাই,
বিবাহ পূর্ব প্রেম হারাম।
“স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না” (সূরা আল মায়িদা: ৫)
এরপর সূরা নূর এর ৩০ নং আয়াতে পুরুষদের চোখ নীচু রাখতে এবং লজ্জা স্থান হিফাজত করতে বলা হয়েছে।
৩১ নং আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে, পর্দা করার কথা বলা হয়েছে আর নারীরা কাদের সাথে সাক্ষাত করতে পারবে তাদের একটা তালিকা দেওয়া হয়েছে।
সূরা আহযাবের ৫৯ নং আয়াতে পর্দা করার নির্দেশ আরো পরিস্কার ভাষায় বলা হয়েছে।
যেখানে দৃষ্টি নীচু ও সংযত রাখা, লজ্জা স্থান হিফাজত করার কথা এবং পর্দা করার কথা বলা হয়েছে আর সূরা মায়িদাতে গোপন প্রেমলীলাকে নিষেধ করা হয়েছে সেখানে বিবাহ পূর্ব প্রেম বৈধ হতে পারে কি করে? এটা হারাম।
জিনা তথা অবৈধ শারীরীক সম্পর্ক হারাম। (সূরা ইসরা আয়াতঃ ৩২) (সূরা ফুরকানঃ ৬৮)
জিনার নিকট যাওয়াই নিষেধ অর্থাৎ যে সকল জিনিস জিনার নিকটবর্তী করে দেয় তার কাছে যাওয়াই নিষেধ।
বিবাহ পূর্ব প্রেম নর-নারীকে জিনার নিকটবর্তী করে দেয় আর জিনা মারাত্মক একটি কবিরা গুণাহ।
বিবাহপূর্ব প্রেম অনেক সময় বান্দাহকে শিরকের নিকটবর্তী করে দেয়।
কারণ অনেক সময় তারা একে অপরকে এতটাই ভালভাসা শুরু করে দেয় যে প্রকার ভালভাসা পাওয়ার দাবীদার একমাত্র আল্লাহ। (সূরা বাকারাঃ১৬৫)
আমি আয়াতগুলো পুরোপুরি তুলে দেয়নি যাতে করে আপনি নিজে আয়াতগুলো সেই সাথে সূরা গুলো পড়ে নেন।
মহান আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই ও বোনদের এই হারাম কাজ থেক হিফাজত করুন। আমীন।
বিবাহ পূর্ব প্রেম হারাম।
“স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না” (সূরা আল মায়িদা: ৫)
এরপর সূরা নূর এর ৩০ নং আয়াতে পুরুষদের চোখ নীচু রাখতে এবং লজ্জা স্থান হিফাজত করতে বলা হয়েছে।
৩১ নং আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে, পর্দা করার কথা বলা হয়েছে আর নারীরা কাদের সাথে সাক্ষাত করতে পারবে তাদের একটা তালিকা দেওয়া হয়েছে।
সূরা আহযাবের ৫৯ নং আয়াতে পর্দা করার নির্দেশ আরো পরিস্কার ভাষায় বলা হয়েছে।
যেখানে দৃষ্টি নীচু ও সংযত রাখা, লজ্জা স্থান হিফাজত করার কথা এবং পর্দা করার কথা বলা হয়েছে আর সূরা মায়িদাতে গোপন প্রেমলীলাকে নিষেধ করা হয়েছে সেখানে বিবাহ পূর্ব প্রেম বৈধ হতে পারে কি করে? এটা হারাম।
জিনা তথা অবৈধ শারীরীক সম্পর্ক হারাম। (সূরা ইসরা আয়াতঃ ৩২) (সূরা ফুরকানঃ ৬৮)
জিনার নিকট যাওয়াই নিষেধ অর্থাৎ যে সকল জিনিস জিনার নিকটবর্তী করে দেয় তার কাছে যাওয়াই নিষেধ।
বিবাহ পূর্ব প্রেম নর-নারীকে জিনার নিকটবর্তী করে দেয় আর জিনা মারাত্মক একটি কবিরা গুণাহ।
বিবাহপূর্ব প্রেম অনেক সময় বান্দাহকে শিরকের নিকটবর্তী করে দেয়।
কারণ অনেক সময় তারা একে অপরকে এতটাই ভালভাসা শুরু করে দেয় যে প্রকার ভালভাসা পাওয়ার দাবীদার একমাত্র আল্লাহ। (সূরা বাকারাঃ১৬৫)
আমি আয়াতগুলো পুরোপুরি তুলে দেয়নি যাতে করে আপনি নিজে আয়াতগুলো সেই সাথে সূরা গুলো পড়ে নেন।
মহান আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই ও বোনদের এই হারাম কাজ থেক হিফাজত করুন। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন