শেষ নবী হযরত মুহাম্মদ (সা)এর উম্মত হওয়া সত্ত্বেওকিয়ামতের মাঠে ১৩ ধরণেরমুসলমানের উপর মহানআল্লাহ তায়ালার সুদৃষ্টিকখনোই পড়বে না। অর্থ্যাৎওই ১৩ ধরণের ব্যক্তি যতইআমল করুক না কেন আল্লাহতায়ালার কাছে তাদের সেইআমলের কোনই মূল্য নেই। যে১৩ ধরণের ব্যক্তির উপরআল্লাহ তায়ালার সুদৃষ্টিপড়বে না তারা হলেন-১। যারা আল্লাহর সাথে কৃতঅঙ্গীকার ও শপথকে সামান্যবিনিময়ে বিক্রয় করেঃআল্লাহ তা’আলা বলেনঃ“নিশ্চয় যারা আল্লাহর সাথেকৃত অঙ্গীকার এবং নিজেদেরশপথকে তুচ্ছ মূল্যে বিক্রয়করে, এরা আখেরাতের কোনঅংশই পাবে না এবং আল্লাহকিয়ামতের দিন তাদের সঙ্গেকথা বলবেন না, তাদের প্রতিদৃষ্টিপাত করবেন না এবংতাদের পবিত্র করবেন না,বস্তুতঃ তাদের জন্য আছেযন্ত্রণাদায়ক শাস্তি।” [আল্ইমরান/৭৭] এই আয়াতে মিথ্যাকসম করা হারাম এর প্রমাণরয়েছে, যা মানুষ সামান্যপর্থিব লাভের জন্যে করেথাকে। উলামাগণ এই কসম কেআল্ ইয়ামীন আল্ গামূস বাডুবানোর কসম আখ্যাদিয়েছেন কারণ; তা এইকসমকারীকে পাপে ডুবায়অতঃপর জাহান্নামে।[আল্লাহই আশ্রয়দাতা]২। গিঁটের (টাখনুর) নিচেবস্ত্র পরিধানকারী।৩। মিথ্যা কসম দিয়ে পণ্যবিক্রয়কারী।৪। কারো উপকার করে তাকেউপকারের খোটা দাতা।গিঁটের নিচে ঝুলিয়ে কাপড়পরিধানকারী হচ্ছে, সেইব্যক্তি যে তার লুঙ্গি ওকাপড় এত ঝুলিয়ে পরে যে তারদুই গিঁটের নিচে চলে যায়। যদিসে অহংকার স্বরূপ এমন করে,তাহলে তার জন্য উপরোক্তশাস্তির ঘোষণা কারণ নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “আল্লাহ তারদিকে তাকাবেন না যে, তারলুঙ্গি অহংকার স্বরূপ ঝুলিয়েপরে”। [বুখারী, নং৫৭৮৩/মুসলিম] আর যে অহংকারস্বরূপ নয় বরং এমনি ঝুলিয়েপরে, তাহলে তার জন্য নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণীপ্রযোজ্যঃ “লুঙ্গির যতটাগিঁটের নিচে থাকবে, ততটাজাহান্নামে যাবে”।[বুখারী,নং৫৭৮৭ ]পর্দার উদ্দেশ্যে মহিলাদেরএক গজ ঝুলিয়ে পরা বৈধকিন্তু এর বেশী করবে না।আর মিথ্যা শপথ করে সামগ্রীবিক্রয়কারী হচ্ছে, এমনব্যক্তি যে মহান আল্লাহকেতুচ্ছকারী। তাই সে (আল্লাহারকসম দিয়ে) মিথ্যার আশ্রয়নিয়ে লোকদের নিকট পণ্যবিক্রি করে।আর খোটাদাতা হচ্ছে, যে দানকরার পর খোটা দেয়।৫। যে মুসাফিরকেপ্রয়োজনের অতিরিক্ত পানিথেকে বাধা দেয়।৬। যে পার্থিব লাভের আশায়কোন মুসলিম রাষ্ট্রপ্রধানেরহাতে বায়আত (অঙ্গীকার)করে।আবু হুরাইরা (রাযিঃ) হতেবর্ণিত, রাসূল সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লামবলেছেন, “তিন প্রকারেরলোকের সাথে মহান আল্লাহকিয়ামত দিবসে কথা বলবেননা, না তাদের দিকে তাকাবেনআর না তাদের পবিত্র করবেন;বরং তাদের জন্য রয়েছে শক্তআযাব। ঐ ব্যক্তি যার নিকটর্নিজন প্রান্তরেপ্রয়োজনের অতিরিক্ত পানিথাকা সত্ত্বেও মুসাফিরকে তাব্যবহার করা থেকে নিষেধকরে। আল্লাহ তাকে বলবেনঃআজ আমি তোমাকে আমারঅতিরিক্ত (রহমত) থেকেবঞ্ছিত করবো, যেমন তুমিতোমার বিনা পরিশ্রমেঅর্জিত অতিরিক্ত পানিথেকে বঞ্ছিত কেরেছ এবংসেই ব্যক্তি যে আসরের পরকোন ব্যক্তিকে তার সামগ্রীবিক্রয় করে। আল্লাহর কসমখেয়ে বলে আমি এটা এই এইদামে ক্রয় করেছি। ক্রেতা তারকথা সত্য মনে করে তার কাছথেকে পণ্য খরিদ করে অথচসে সত্য নয়। আর সেই ব্যক্তিযে কোন মুসলিম ইমামের(রাষ্ট্রপরিচালকের) হাতেকেবল পার্থিব উদ্দেশ্যেইবাইআত (অঙ্গীকার) করলো;সে যা চায় যদি তাকে তা দেওয়াহয় তো অঙ্গীকার পূরণ করে,আর না দিলে ভঙ্গ করে।[বুখারী, নং ৭২১২/ মুসলিম,ঈমান অধ্যায়, নং২৯৭]৭। বৃদ্ধ ব্যভিচারী।৮। মিথ্যুক বাদশাহ।৯। অহংকারী দরিদ্র।আবু হুরাইরা (রা) হতে বর্ণিত,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “আল্লাহতাআ’লা কেয়ামত দিবসে তিনশ্রেণীর লোকের সাথে কথাবলবেন না, আর না তাদেরপবিত্র করবেন, না তাদেরদিকে রহমতের দৃষ্টি দিবেন,তাদের জন্য রয়েছেবেদনাদায়ক শাস্তিঃ বৃদ্ধযেনাকারী, মিথ্যুক রাজা এবংঅহংকারী দরিদ্র”। [মুসলিম,ঈমান অধ্যায়, নং২৯৬]১০। পিতা-মাতার অবাধ্যসন্তান।১১। নারী হয়ে পুরুষের সাদৃশ্যঅবলম্বণকারীনি।১২। দাইযূস।আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ)হতে বর্ণিত, তিনি বলেনঃরাসূল সাল্লাল্লাহু আলঅইহিওয়া সাল্লাম বলেনঃ “ তিনপ্রকার লোকের দিকেআল্লাহ তাআ’লা কিয়ামতেরদিনে দৃষ্টিপাত করবেন নাঃপিতা-মাতার অবাধ্য, পুরুষেরসদৃশ অবলম্বনকারীনি মহিলাএবং দাইয়ূস। আর তিন প্রকারলোক জান্নাতে যাবে নাঃপিতা-মাতার অবাধ্য, মদ পানেআসক্ত এবং অনুদানের পরখোটাদাতা” [মুসনাদ আহমদ,নং ৬১১/নাসাঈ]পিতা-মাতার অবাধ্য সন্তানেরবিষয়টি স্পষ্ট, কারণ আল্লাহতাআ’লা পিতা-মাতারঅধিকারকে মর্যাদা দিয়েছেন,তিনি নিজ অধিকারকে তাদেরঅধিকারের সাথে সংযুক্তকরেছেন এবং তাদের উভয়েরসাথে সদ্ব্যবহার করার আদেশকরেছেন; যদিও তারা কাফেরহয়। নবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেনঃ “ পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহরসন্তুষ্টি এবং তাদেরঅসন্তুষ্টিতে আল্লাহরঅসন্তুষ্টি”। [তিরমিযী, নং১৯৬২, আলবানী সহীহবলেছেন]পুরুষের সাদৃশ্যঅবলম্বণকারীনি বলতে সেইমহিলাকে বুঝায় যে, পোষাক-পরিধানে, চাল-চলনে, কাজে-কর্মে এবং কথার শুরে পুরূষেরঅনুকরণ করে। নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাদৃশ্যঅবলম্বণকারী পুরূষ এবংপুরুষের সাদৃশ্যঅবলম্বণকারীনি মহিলাদেরপ্রতি অভিষাপ করেছেন”।[বুখারী]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন