আল্লাহ বলেছেনঃ- আমি জান্নাত কে লুকিয়ে
রেখেছি দুঃখ কষ্টের ভিতর, আর জাহান্নাম কে
লুকিয়ে রেখেছি দুনিয়ার ধন সম্পদ, হাসি- খুসির ভিতর।”
___বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
"পাপের কাজ করে লজ্জিত
হলে, পাপ কমে যায়.
আর পূণ্য কাজ করে গর্ববোধ
করলে পূণ্য বরবাদ হয়ে যায়
_____হযরত আলী (রাঃ)
“সবচেয়ে শ্রেষ্ঠ লোক হল সেই, যার হৃদয়
হল পরিস্কার এবং জিভ হল সত্যবাদী।”
_____বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
মূর্খের সম্মুখে এমন বিদ্যার কথা বলিও
না যাহা সে না বুঝে। কেননা এমনটা
বলিলে সে তোমাকে মূর্খ ও মিথ্যাবাদী
ভাববে!!! ------হযরত আলী (রাঃ)
"যদি জান্নাতী রমনীদের মধ্যে থেকে
কোন রমনী পৃথিবীতে উঁকি দিত
তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু
আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত ।"
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন