ইসলামে ধুমপান করা অনুমোদিত কি না???
উত্তর: ডা. জাকির নায়েক:-
ইসলামে ধুমপান অনুমোদিত কি-না এ বিষয়ে
বিশেষজ্ঞরা বিভিন্ন ফতোয়া দিয়েছেন ।
পূর্ববর্তি আলেমরা সে সময়ের জ্ঞানের
আলোকে বলেছেন , এটা মাকরুহ । এখন
বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিশেষজ্ঞদের
মতামতটাও পরিবর্তিত হয়েছে ।
কেননা আল কোরআনের সূরা বাক্বারার ১৯৫ নং
আয়াতে আল্লাহ বলেছেন
"তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে
নিক্ষেপ করো না"
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে,
প্রতিবছর ধুমপানের কারনে ১০ লাখের বেশি
মানুষ মারা যায় । যারা ফুসফুসের ক্যান্সারে
মারা যায়, তাদের মধ্যে ৯০% হলো ধুমপান করার
কারনে । যারা ব্রংকাইটিসে মারা যায় তার
৭০% , হৃদরোগের কারনে যারা মারা যায় তার
২০% এর কারন হলো ধুমপান । এ ধুমপান আস্তে
আস্তে বিষক্রিয়া সৃষ্টি করে । সিগারেটের
মধ্যে থাকে ক্ষতিকর নিকোটিন এবং টরে।
সিগারেট শুধু ধূমপয়ীরই ক্ষতি করে না বরং তার
প্রতিবেশীরও ক্ষতি করে । বিভিন্ন গবেষনায়
দেখা গেছে , চেইন স্মোকারদের স্ত্রী দের
ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কারন
একটিভ স্মোকিং তো ক্ষতিকারক বটেই প্যাসিভ
স্মোকিং আরও বেশি ক্ষতিকর । প্যাসিভ
স্মোকিং এ ধুমপায়ীর ধোঁয়াটা অপর ব্যক্তি
ফুসফুসে প্রবেশ করে।
ধুমপান করলে ধুমপানীয় ঠোঁট দাঁতের মাড়ি ,
আঙ্গুল কালো হয়ে যায় । গলায় ঘা হবে ,
পেপটিক আলসার হবে , কোষ্ঠকাঠিন্য হবে,
যৌনশক্তি কমে যাবে ,ক্ষুদা কমে যাবে ,
স্বাস্হ্য খারাপ হয়ে যাবে , এমনকি স্মৃতি-
শক্তিও কমে যাবে । এসব গবেষনার ওফর ভিত্তি
করে বর্তমানে আলেমরা ৪০০ এর ও বেশি ফতোয়া
দিয়েছেন যে ধুমপান করা হারাম।
তাই,
এটা কারও ভালো লাগুক বা না লাগুক, ইসলামে
এর অনুমতি নেই"
অনেক ছেলেকে যখন প্রশ্ন করি যে ধুমপান কর
কেন? তখন তারা বলে ইসলামে ধুমপান মাকরুহ
হারাম না
- তাদের জন্যে এই পোষ্ট যথেষ্ঠ নয় কি???
উত্তর: ডা. জাকির নায়েক:-
ইসলামে ধুমপান অনুমোদিত কি-না এ বিষয়ে
বিশেষজ্ঞরা বিভিন্ন ফতোয়া দিয়েছেন ।
পূর্ববর্তি আলেমরা সে সময়ের জ্ঞানের
আলোকে বলেছেন , এটা মাকরুহ । এখন
বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিশেষজ্ঞদের
মতামতটাও পরিবর্তিত হয়েছে ।
কেননা আল কোরআনের সূরা বাক্বারার ১৯৫ নং
আয়াতে আল্লাহ বলেছেন
"তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে
নিক্ষেপ করো না"
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে,
প্রতিবছর ধুমপানের কারনে ১০ লাখের বেশি
মানুষ মারা যায় । যারা ফুসফুসের ক্যান্সারে
মারা যায়, তাদের মধ্যে ৯০% হলো ধুমপান করার
কারনে । যারা ব্রংকাইটিসে মারা যায় তার
৭০% , হৃদরোগের কারনে যারা মারা যায় তার
২০% এর কারন হলো ধুমপান । এ ধুমপান আস্তে
আস্তে বিষক্রিয়া সৃষ্টি করে । সিগারেটের
মধ্যে থাকে ক্ষতিকর নিকোটিন এবং টরে।
সিগারেট শুধু ধূমপয়ীরই ক্ষতি করে না বরং তার
প্রতিবেশীরও ক্ষতি করে । বিভিন্ন গবেষনায়
দেখা গেছে , চেইন স্মোকারদের স্ত্রী দের
ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কারন
একটিভ স্মোকিং তো ক্ষতিকারক বটেই প্যাসিভ
স্মোকিং আরও বেশি ক্ষতিকর । প্যাসিভ
স্মোকিং এ ধুমপায়ীর ধোঁয়াটা অপর ব্যক্তি
ফুসফুসে প্রবেশ করে।
ধুমপান করলে ধুমপানীয় ঠোঁট দাঁতের মাড়ি ,
আঙ্গুল কালো হয়ে যায় । গলায় ঘা হবে ,
পেপটিক আলসার হবে , কোষ্ঠকাঠিন্য হবে,
যৌনশক্তি কমে যাবে ,ক্ষুদা কমে যাবে ,
স্বাস্হ্য খারাপ হয়ে যাবে , এমনকি স্মৃতি-
শক্তিও কমে যাবে । এসব গবেষনার ওফর ভিত্তি
করে বর্তমানে আলেমরা ৪০০ এর ও বেশি ফতোয়া
দিয়েছেন যে ধুমপান করা হারাম।
তাই,
এটা কারও ভালো লাগুক বা না লাগুক, ইসলামে
এর অনুমতি নেই"
অনেক ছেলেকে যখন প্রশ্ন করি যে ধুমপান কর
কেন? তখন তারা বলে ইসলামে ধুমপান মাকরুহ
হারাম না
- তাদের জন্যে এই পোষ্ট যথেষ্ঠ নয় কি???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন