মনে করুন, আপনি এখন
মারা গেছেন।
আপনার প্রিয়জন সবাই আপনার
লাশের
পাশে বসে কাঁদছে।
কিছু লোক গিয়েছে আপনার কবর
তৈরি করতে।
কিছু লোক গিয়েছে কাফনের
কাপড় আনতে।
কিছু লোক লাশকে ঘর
থেকে বের করে আনছে।
কেউ গিয়েছে গরম পানি করতে।
এবার আপনার লাশটাকে গোসল
করাচ্ছে কিছু লোক।
এবার লাশকে কাফনের কাপর
পরাচ্ছে।
এখন খাটিয়ার উপর
আপনার লাশটাকে রাখা হলো।
চারজন লোক খাটিয়া উচু
করলো এবং জানাযার
মাঠে নিয়ে গেল।
জানাযা শেষে এবার কবরের
দিকে নিয়ে গেল।
এবার কিছু লোক
কবরে নামলো এবং আপনার লাশ
কবরে রাখল।
এরপর বাঁশের চালি দিল।
এবার মাটি দিয়ে সবাই
চলে গেল।
চোখটা বন্ধ করে একটু চিন্তা করুন
অন্ধকার ঐ
কবরে আপনি একা।
এটাই চিরন্তন সত্য।
ইয়া আল্লহ আমাদের
সবাইকে মৃত্যুর
কথা চিন্তা করে বেশি বেশি নেক
আমল করার তৌফিক দান করুন।
~(''আমিন'')~
মারা গেছেন।
আপনার প্রিয়জন সবাই আপনার
লাশের
পাশে বসে কাঁদছে।
কিছু লোক গিয়েছে আপনার কবর
তৈরি করতে।
কিছু লোক গিয়েছে কাফনের
কাপড় আনতে।
কিছু লোক লাশকে ঘর
থেকে বের করে আনছে।
কেউ গিয়েছে গরম পানি করতে।
এবার আপনার লাশটাকে গোসল
করাচ্ছে কিছু লোক।
এবার লাশকে কাফনের কাপর
পরাচ্ছে।
এখন খাটিয়ার উপর
আপনার লাশটাকে রাখা হলো।
চারজন লোক খাটিয়া উচু
করলো এবং জানাযার
মাঠে নিয়ে গেল।
জানাযা শেষে এবার কবরের
দিকে নিয়ে গেল।
এবার কিছু লোক
কবরে নামলো এবং আপনার লাশ
কবরে রাখল।
এরপর বাঁশের চালি দিল।
এবার মাটি দিয়ে সবাই
চলে গেল।
চোখটা বন্ধ করে একটু চিন্তা করুন
অন্ধকার ঐ
কবরে আপনি একা।
এটাই চিরন্তন সত্য।
ইয়া আল্লহ আমাদের
সবাইকে মৃত্যুর
কথা চিন্তা করে বেশি বেশি নেক
আমল করার তৌফিক দান করুন।
~(''আমিন'')~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন